সংযুক্ত আরব আমিরাতে শনিবার শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এশিয়ার এই টুর্নামেন্টে ভারতকেই ফেভারিট বলছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন।
- Advertisement -
বুধবার আইসিসি রিভিউয়ে এশিয়া কাপ নিয়ে আলোচনায় ওয়াটসন বলেছেন, আমার মতে, ভারতই এবার চ্যাম্পিয়ন হবে। তারা খুবই শক্তিশালী। যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারে। ফলে আমার ফেভারিট ভারত। পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই ম্যাচে যারা জিতবে তারাই শেষ পর্যন্ত এশিয়া কাপ জিততে পারে। ভারতকে হারানোর বিশ্বাস এখন পাকিস্তানের আছে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আত্ম বিশ্বাস যখন তুঙ্গে থাকে পাকিস্তান তখন প্রায় অপ্রতিরোধ্য। কিন্তু আমার মন বলছে, ভারতই এবার শিরোপা জিতবে।