spot_imgspot_img
spot_imgspot_img

ঘরের গেটচাপা পড়ে ১ শিশুর মৃত্যু আহত আরো ১

spot_img

বোয়ালখালীঃ বোয়ালখালীতে ঘরের লোহার গেইটে চাপা পড়ে সাফিরা আক্তার (২) নামের এক শিশু মৃত্যু ও সাফিন (৩) নামের এক শিশু আহত হয়েছে।

- Advertisement -

বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আপেল আহমদের টেক এলাকায় বাচুর আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাফিরা ও আহত সাফিন ওই এলাকার প্রবাসী মো. রোকন উদ্দিনের মেয়ে ও ছেলে বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাইমুনা জেসমিন পিংকি বলেন, রাত ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে সাফিরা ও সাফিন নামের দুই শিশুকে নিয়ে আসা হলে সাফিরা নামের শিশুকে মৃত ঘোষণা করেন। এবং সাফিনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শিশুটির চাচাতো বোন ফারহানা আক্তার ইবা জানান, বেশ কিছুদিন ধরে ঘরের মেরামতের কাজ চলছে। রাতে বাবা (হাজী আবদুল গফুর) গাড়ি ঢুকাতে গিয়ে অসাবধানতাবসত বড় লোহার গেইট খুলে চাপা পড়েছিলো সাফিরা ও সাফিন। এতে সাফিনের নাক মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে ও মাথায় আঘাত পেয়েছে। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিরাকে মৃত ঘোষণা করে এবং সাফিনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. আলমগীর জানান,‘লোহার গেইট খুলে পড়ে শিশুটি মারা গিয়েছে। তবে এতে আপত্তিকর কোনো ঘটনা ঘটেনি।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ