জয়পুরহাটে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

জয়পুরহাট শহরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

- Advertisement -

নিহত জোছনা কুণ্ডু (৬৫) শহরের হরিবাসর মোড় এলাকার হরি কুণ্ডুর স্ত্রী।

শুক্রবার দুপুরে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান।

পুলিশ সুপার বলেন, দুপুরের দিকে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

“জোছনার ছেলে নিশিত কুমার কুণ্ডু (৩২) মাদকাসক্ত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ