কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করছে পুলিশ।
- Advertisement -
গ্রেপ্তারকৃত লাফছু মিয়া (২০) উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকা গ্রামের সোলাইমান আলীর ছেলে।
গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান জানান।
ওসি মামলার নথির বরাতে বলেন, চার বছরের শিশুটি লাফছুর ভাগনির সঙ্গে খেলাধুলা করছিল বৃহস্পতিবার সকালে। লাফছু শিশুটিকে মোবাইল ফোনে কার্টুন দেখার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি কান্না করলে পরিবার জানতে পারে। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুর বাবা শুক্রবার সকালে থানায় মামলা করলে দুই ঘণ্টার মধ্যে লাফছুকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি নবিউল হাসান।