উখিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

 

- Advertisement -

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার সকাল ৯টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হলদিয়া পালং ইউনিয়নের জয়নাল উদ্দিনের স্ত্রী সোলেমা খাতুন (৪৫), একই এলাকার বুড়া মিয়ার ছেলে অটোরিকশার চালক আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার মেরুল্লা এলাকার মৃত মনিন্দ্র ধরের ছেলে বিধু ধর (৫২)।

আহত ব্যক্তি হলেন- রামু উপজেলার এনজিওকর্মী হাবিবুল্লা।

শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলীয়া এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা যায়।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহিনও চারজন নিহতের তথ্য জানিয়েছেন।

সর্বশেষ