spot_imgspot_img
spot_imgspot_img

বিএনপির কার্যালয়ে তালা দেয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

spot_img

মুন্সীগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে তালা দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার দিকে থানারপুল এলাকার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপির কার্যালয়ে প্রধান ফটকে এ তালা দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে সদর ফাঁড়ির পুলিশ সেখানে অবস্থান করছে।

- Advertisement -

দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী ও বিএনপির নেতাকর্মীদের মারধরের প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন।

জেলা বিএনপির কার্যালয়ের অফিস সহকারী দেলোয়ার হোসেন দেলু বলেন, বিকেল দিকে পার্টি অফিসে খুলতে যাই। পরে দেখি পার্টি অফিসের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে। এরপর আমি সেখান থেকে চলে আসি। সন্ধ্যার পরে গিয়ে দেখি অফিস তালা দেয়া।

জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, বিএনপি ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিডিয়াবাজি করছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারিকুজ্জামান বলেন, এই ঘটনাটি শুনতে পেরেছি। তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মীরা আমাদের কাছে অভিযোগ করেনি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ