spot_imgspot_img
spot_imgspot_img

খাবার দিতে দেরি হওয়ায় স্ত্রীকে হত্যা,স্বামীর যাবজ্জীবন

spot_img

যশোরের অভয়নগর উপজেলায় গৃহবধূ আকলিমা খাতুনকে হত্যার দায়ে তার স্বামী আব্দুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

বুধবার (৩১ আগস্ট) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এ রায় ঘোষণা করেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম উপজেলার ধোপাদী গ্রামের আনোয়ার মোল্লার ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালে আকলিমাকে বিয়ে করেন আব্দুল হালিম। বিয়ের পর থেকে নানা অজুহাতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০১২ সালের ২ মে সকালে আকলিমার কাছে খাবার চান হালিম। খাবার দিতে দেরি হওয়ায় চুল ধরে আঘাত করলে ঘাড় ভেঙে মাটিতে পড়ে যান। এরপর চিকিৎসক আনার কথা বলে পালিয়ে যান হালিম। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই আকলিমার মৃত্যু হয়।

এ ঘটনায় আকলিমার বোন তাসলিমা বেগম অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে হালিমকে অভিযুক্ত করে ওই বছরের ১৩ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই বাহাউদ্দিন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্যের আদেশ দিয়েছেন আদালত।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ