শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
spot_img

বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে : হাসান সরকার

 

বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, পুলিশের গাড়িতে করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করছেন। এমনকি নতুন কৌশলে তাদের গ্রেফতার করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ভয়-ভীতি দেখা হচ্ছে।

আজ রোববার (২৪ জুন) সকালে টঙ্গীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, আমার কর্মী ও নেতাকর্মীদের নতুন কৌশলে গ্রেফতার করা হচ্ছে। তাদের এখান থেকে ধরে নিয়ে নরসিংদী, নারায়ণগঞ্জ কিংবা ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এলাকায় আসতে দেওয়া হচ্ছে না। ভয়-ভীতি দেখানো হচ্ছে। যা ইতোমধ্যে পত্র-পত্রিকাতেও এসেছে।

এ ধরনের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান হাসান উদ্দিন সরকার।
তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়েছি, আছি এবং থাকবো। তবে সরকারের কাছে বলতে চাই আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। সরকার মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ গড়তে চায়- সুষ্ঠু ও নির্বাচন নির্বাচন দিয়ে তাই প্রমাণ করুক।

খুলনা সিটি নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেণ, খুলনাতে যে কায়দায় যে কৌশলে নির্বাচন সম্পন্ন করেছে। সেভাবেই গাজীপুরের নির্বাচনেও সকল প্রক্রিয়া তারা (আ. লীগ) সম্পন্ন করেছে।

আজকের সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ও ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ