গত মঙ্গলবার ১৯ জুন রাতে ফাঁকা রাস্তায় সেলিম বেপারি নামে এক ব্যাক্তিকে চাপা পালিয়ে গিয়েছিল নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর স্ত্রীর মালিকানাধীন গাড়িটি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী অন্তত দুজন বলেছেন, সাংসদের ছেলে শাবাব চৌধুরীই গাড়িটি চালাচ্ছিলেন। তবে গাড়িটির মালিক কে, পুলিশ এখনও তা নিশ্চিত হতে পেরেছে কি না, তা পরিষ্কার করে বলেনি। তারা কিছুটা অস্বচ্ছভাবে বলেছে, তথ্য পেয়েছে, অনুসন্ধান চলছে।
অভিযোগ থাকার পরেও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাবকে এখনো গ্রেফতার করেনি পুলিশ। ধরা- ছোয়ার বাইরেই রয়েছেন তিনি। এরই মধ্যে অভিযোগ উঠেছে নিহতের পরিবারকে ৩০ লাখ টাকা দিয়ে ঝামেলা মেটানোর চেষ্টায় রয়েছে এমপির পরিবার। এছাড়া এমপির পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে গাড়ি শাবাব চালাচ্ছিলেন না। তাদের গাড়ি চালক আলম গাড়িটি চালিয়েছিলেন।