এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। এ রকম কঠিন পরিস্থিতিতেই রোববার ৩১তম জন্মদিনে পা দিলেন লিওনেল মেসি। জন্মদিনে মেসি জানিয়ে দিলেন বিশ্বকাপ না জেতা পর্যন্ত অবসরে যাবেন না। রোববার সকালে দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, আমি সবসময় নিজের হাতে বিশ্বকাপটা দেখতে চেয়েছি। বিশ্বকাপ জিততে না পারায় আমি এখনো হাতাশ নই।
আমি মনে আর্জেন্টাইনদের আবারো বিশ্বকাপ জয়ের আনন্দ এনে দিতে পারবো। তাই আমি হাল ছাড়তে চাই না। আমি প্রায় সব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জিতেছি। কিন্তু আমি স্বপ্নের শেষ চাই। দেশকে বিশ্বকাপ না জিতিয়ে অবসরে যেতে চাই না আমি। গতকাল মেসি অনুশীলনে নামতেই প্রথমে তাকে শুভেচ্ছা জানান দলের কোচ হোর্হে সাম্পাওলি। দলের অধিনায়ককে শুভেচ্ছা জানান সার্জিও আগুয়েরো ও পাওলো দিবালারাও। তার আগেই মেসির জন্য ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। ইনস্টাগ্রামে তাদের পরিবারের একাধিক ছবি পোস্ট করে মেসি-পতœী লেখেন, শুভ জন্মদিন। আমরা সবাই তোমাকে ভালবাসি। বিশ্বের সব চেয়ে সুখী মহিলা হয়েছি তোমাকে পাশে পেয়েই। খুব আনন্দে থাকো। শুধু নিজের স্ত্রী বা আর্জেন্টিনা দল থেকেই নয়, জন্মদিনে মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাব ফুটবলে তার সতীর্থ ও প্রতিদ্বন্ধীরাও। বার্সেলোনায় মেসির অন্যতম প্রিয় বন্ধু উরুগুয়ের লুইস সুয়ারেস ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, শুভ ৩১তম জন্মদিন। আনন্দ করো। বন্ধু, সব সময় তোমাকে সমর্থন করি। ভালো থেকো। মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন, এক সময়কার বার্সেলোনায় তার ব্রাজিলীয় সতীর্থ নেইমার। এরই মধ্যে মেসির জন্মদিনে তার উচ্চতার ও মাপের চকলেট ভাস্কর্য বানিয়ে চমক দিয়েছেন রাশিয়ার এক রেস্তোরার কর্মীরা। যা হুবহু দেখতে মেসির মতোই। ওজন ৬০ কেজি। চকলেটের এ ভাস্কর্যটি বানানো হয়েছে রাজধানী মস্কো থেকে ৫০ কি.মি. দূরে ব্রনিৎসির আলতুফিয়েভোর শহরে। এই শহরেই এখন অবস্থান করছে আর্জেন্টিনা। এ রেস্তোরার প্রধান শেফ দারিয়া মালকিনা বলেন, বিশ্বকাপের সময় মেসির জন্মদিন। আর তখন তিনি এই শহরেই থাকবেন জেনেই এই পরিকল্পনা। মেসির প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। মেসির জন্মদিনে আমাদের উপহার চকলেট মেসি। এবারের আসরে আর্জেন্টিনা এখন তাকিয়ে রয়েছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের দিকে। এ ম্যাচে আজ নাইজেরিয়ার মুখোমুখি হবে তারা। এ ম্যাচে জয় পেলেও আর্জেন্টিনাতে তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড ম্যাচের দিকে। এ ম্যাচটি ড্র হলে তবেই শেষ ষোলতে খেলবে মেসিবাহিনী। একই দিনে মুখোমুখি হবে কোয়েশিয়া ও আইসল্যান্ড। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র আর্জেন্টিনা। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় সর্বশেষ ১৯৮৬তে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।