জিএম কাদেরের মোবাইল ফোন ছিনতাই

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোন ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

- Advertisement -

বুধবার (৩১ আগস্ট) রাতে রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জিএম কাদেরের সহকারী একান্ত সচিব মো. তৈয়ব বৃহস্পতিবার বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে ফিরছিলেন জিএম কাদের। এ সময় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখেন তিনি। ফোনে কথা বলার সময় হঠাৎ এক যুবক তার ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন জানান, ঘটনার সময় গাড়িটি ধীরগতিতে চলছিল।

তিনি জানান, এ ঘটনায় একজনকে আটক করা হলেও মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।

সর্বশেষ