কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর জিকে সেচ প্রকল্পের রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো মিরপুর উপজেলার নওপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে নাঈম আলী (১৬) ও একই উপজেলার পাহাড়পুর গ্রামের রবিউল শাহের মেয়ে ঋতু খাতুন (১৫)।
নাঈম ওই এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ও ঋতু মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পোড়াদহ রেলওয়ে থানার পরিদর্শক মনজের আলী জানান, ওই দুই শিক্ষার্থী রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল। জিকে সেচ প্রকল্পের রেলব্রিজ হেঁটে পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তারা প্রাণ হারায়।
খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।