রাজধানীর শ্যামপুরে ছুরিকাঘাতে মো. নয়ন ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় শ্যামপুর থানার ধোলাইপাড় বস্তি ভিটা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
নয়ন মাগুরার মোহাম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কামরুল ইসলামের ছেলে। বর্তমানে সে ধুলাইপার মুন্সিবাড়ি পাইব রাস্তায় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজন সিরাজুল ইসলাম হাসিব জানান, ধোলাইপাড় বস্তি ভিটা মাঠের পাশে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল নয়ন। আমি এবং আরেক ছোট ভাই আকাশ ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় ডেল্টা হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. কামরুল ইসলাম বলেন, ‘আমি বাসা থেকে কাজে বের হই। দুপুরে নয়নের বন্ধুদের মাধ্যমে খবর পাই কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধুলাইপাড়ে বস্তিভিটা মাঠ এলাকায় ফেলে রেখে গেছে। পরে সেখান থেকে উদ্ধার করে বিকালে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।