বাবরকে হারিয়ে চাপে পাকিস্তান

বিশাল এক লক্ষ্যই পাকিস্তানের সামনে ছুঁড়ে দিয়েছে ভারত। ১৮২ রানের চ্যালেঞ্জ সামলাতে হলে শুরুটা যেমন হওয়া উচিত ছিল পাকিস্তানের, শুরুটা মোটেও তেমন হয়নি দলটির। পাওয়ারপ্লেতে খুইয়েছে বাবর আজমকে। পাওয়ারপ্লে শেষে তুলতে পারেনি আস্কিংরেটের সমান রানও।

- Advertisement -

চলতি এশিয়া কাপে যেন রান করতেই পারছেন না বাবর আজম। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন ১০ রান, হংকংয়ের বিপক্ষে পরের ম্যাচেও করেছেন মোটে ৯। বাবরের ব্যাট আজও হাসেনি। ফিরেছেন ১৪ রান করে। রবি বিষ্ণোইয়ের করা চতুর্থ ওভারে তার ফেরার আগে তিনি আর মোহাম্মদ রিজওয়ান মিলে তুলেছেন মোটে ২২ রান। ফলে শুরুটা মোটেও ভালো হয়নি দলের।

তার ফেরার পরও অবশ্য রানের গতি একটু বাড়িয়েছে পাকিস্তান। সেটা হয়েছে পাওয়ারপ্লের শেষ দুই ওভারে। পঞ্চম ওভারে হার্দিক পান্ডিয়াকে তিন চার মেরে রিজওয়ান আর ফখর জামান তুলেছেন ১৪ রান। শেষ ওভারে আরশদীপ সিংকে রিজওয়ান হাঁকালেন এক ছক্কা। তাতে রানের গতি একটু বেড়েছে দলটির। পাওয়ারপ্লের শেষে স্কোরবোর্ডে উঠেছে ৪৪ রান।

আগের ম্যাচে অবশ্য শুরুটা এমনই ছিল পাকিস্তানের। সেটা পুষিয়ে দিয়েছিল শেষের ঝড়ে। তেমন কিছু নিশ্চয়ই আজও চাইবে বাবর আজমের দল।

সর্বশেষ