তৌহিদুর রহমান : চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তির গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ওই ব্যক্তি নদীতে ঝাঁপ দেন।
খোরশেদ আলমের বড় ভাই হারুণ মেম্বার বলেন, তিনি (খোরশেদ আলম) বিকেল তিনটার দিকে ঘর থেকে বের হন। পরে জানতে পারি, কালুরঘাট সেতু থেকে তিনি নদীতে ঝাপ দিয়েছেন। তবে কি কারণে নদীতে ঝাঁপ দিয়েছেন সে বিষয়ে বলতে পারেননি তিনি। খোরশেদ আলম বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদী মুফতি পাড়ার মৃত নোয়া মিয়ার ছেলে বলে জানা গেছে।