বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে গ্রেফতারকৃত ২১০‘জামায়াত-ছাত্রশিবির’র নেতাকর্মী কারাগারে

সাইফুল ইসলাম : চট্টগ্রাম মহানগরীর একটি হোটেল থেকে গ্রেফতার হওয়া ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের’ ২১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একটি আদালত। এর আগে গত ২৩ জুন রাতে মহানগরীর পর্যটন করপোরেশনের মোটেল সৈকত থেকে ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের’ এসব নেতাকর্মীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। পরেরদিন রোববার সকালে কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক গোলাম ফারুক বাদী হয়ে ২১০ জনকে এজাহারনামীয় এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এদের গতকাল রোববার ল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে আনা হলে আদালত তাদের কারগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে তারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। ‘পারাবার’ সংগঠনটি ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংস্কৃতিক শাখা। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন প্রিয় সংবাদ ডটকমকে বলেন, নগরের স্টেশন রোডের মোটেল সৈকতে অভিযান চালিয়ে গোপন বৈঠক করার সময় শিবিরের ২১০ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে গত রোববার সকালে অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মোট ২২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

সর্বশেষ