ছাত্রলীগ নেতা পরিচয়ে গাঁজা বিক্রেতাকে ছাড়িয়ে নিতে এসে,যুবক গ্রেপ্তার

বরিশালের হিজলা উপজেলায় ছাত্রলীগ নেতা পরিচয়ে গাঁজা বিক্রেতাকে ছাড়িয়ে নিতে এসে এক যুবক গ্রেপ্তার  হয়েছে।

- Advertisement -

সোমবার (৫ সেপ্টেম্বর) গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে দুই গাঁজা বিক্রেতাকে ছাড়িয়ে নিতে এসে পুলিশের সঙ্গে কথিত ছাত্রলীগ নেতা মাসুমের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিকালে ওই তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

 গ্রেপ্তার তিন জন হলো কাউরিয়া বাজারের খাবার হোটেল ব্যবসায়ী হাসেম শেখের ছেলে রাব্বি ও একই এলাকার শহীদ হাওলাদারের ছেলে রাব্বি এবং কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের সভাপতি পরিচয়দানকারী কাউরিয়া এলাকার দলিলউদ্দিনের ছেলে মাসুম।

অভিযানে নেতৃত্ব দেওয়া হিজলা থানার এসআই বেল্লাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোটরসাইকেলের সিটের ভেতর কৌশলে গাঁজা নিয়ে দুই তরুণ কাউরিয়া বাজারের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে দুপুরে কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মোটরসাইকেলসহ ওই দুই তরুণকে গ্রেফতার করা হয়। তাদের থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ সময় কলেজের ভেতর থেকে মাসুম এসে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে মাসুমের অনুসারীরা ওই দুই জনকে নিয়ে টানাহেঁচড়া শুরু করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে দুই ইউপি সদস্যের সহায়তায় ওই তিন জনকে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের মধ্যে আটকে ফেলা হয়। এরপর অতিরিক্ত পুলিশ এসে তাদের থানায় নিয়ে আসে।

ঘটনাস্থলে থাকা গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কালাম বেপারী বলেন, পুলিশ দুই জনকে গাঁজাসহ আটক করে। তাদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগ নেতা মাসুম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে মাসুম ও গাঁজা বিক্রেতাদের পরিষদে নিয়ে আটকে রাখা হয়। পরবর্তীতে আরও পুলিশ এসে তাদের থানায় নেয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত বলেন, কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে ছাত্রলীগের কোনও কমিটি নেই। সেখানে সভাপতি থাকার প্রশ্নই ওঠে না। মাসুম যে কাজ করেছে, তা তার ব্যক্তিগত, এ দায়ভার ছাত্রলীগ নেবে না।

হিজলা থানার ওসি ইউনুস মিঞা বলেন, গাঁজাসহ আটকদের ছাড়িয়ে নিতে মাসুমের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ ঘটনায় তিন জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়। মাসুমের বিরুদ্ধে মাদক বিক্রিতে সহায়তার অভিযোগ আনা হয়। মঙ্গলবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ