spot_imgspot_img
spot_imgspot_img

হাসপাতালে ভর্তি আরো ২১৩ রোগী, মৃত্যু ৩

spot_img

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় ২০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০৮ জন। তাদের মধ্যে ১৫৭ জন ঢাকার, বাকিরা ঢাকার বাইরের। এর আগের দিন রোববার হাসপাতালে ভর্তি হয়েছিল ২১৩। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮০৬ জন। তাদের মধ্যে ৬৭৪ জন ঢাকায় ও ১৩২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে তিনজনের মৃত্যুর হয়েছে। ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যুর খবর আসে গত ২১ জুন। এরপর থেকে এনিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৬ জনের।এর আগে গত শনিবার ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।ওইদিন আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৪৫ জন। এছাড়া গতকাল রোববার এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে কারও মৃত্যু না হলেও নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ২১৩ জন।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৭ হাজার ১১৩ জন জন।এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ২৮১ জন। এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৮২৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ১৩৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৪২ জন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ