প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনই মন্তব্য করতে চায় না বিএনপি

চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অতীত অভিজ্ঞতা হতাশার উল্লেখ করে, বিএনপি এখনই কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা জানান।

সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, `আমাকে সাংবাদিক ভাইয়েরা চিরকুট পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলতে। আমি গতকাল বলেছি, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা, ব্যর্থ অভিজ্ঞতা এবং হতাশার অভিজ্ঞতা। আমরা প্রত্যেকবার আশা করেছি যে, প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। প্রত্যেকবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে- দিয়ে এসেছেন, নিয়ে আসেননি। সুতরাং ওই একটাই মন্তব্য। আগে আসুক উনি (প্রধানমন্ত্রী) ঘুরে। কি নিয়ে আসেন আমরা দেখি। এরপরে মন্তব্য করব।’

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তার মৃত্যুতে বিএনপি না বাংলাদেশ অত্যন্ত সফল অর্থমন্ত্রীকে হারিয়েছে। আজকে আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। এই সময়ে সাইফুর রহমান সাহেব যদি আমাদের সঙ্গে থাকতেন, নিঃসন্দেহে তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করতেন।

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাইফুর রহমান সাহেব বাংলাদেশের উন্নয়নে, টেকসই উন্নয়নের জন্য যা দরকার তা করার জন্য কোনো রকমের ভ্রুক্ষেপ করতেন না। অনেকে বলেন যে, অর্থমন্ত্রী হিসেবে উনি একটু কঠিন ছিলেন। তিনি কঠিন সেখানেই ছিলেন, যেখানে দেখেছেন অপব্যয় করবে সেখানে কোনো রকমের ছাড় দেননি।

সভায় আরো বক্তব্য রাখেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য সচিব সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, খন্দকার আব্দুল মুক্তাদির, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবেদ রাজা।

সর্বশেষ