ঢাকা জেলা বিএনপির সভাপতির হাইকোর্টে জামিন

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ তিনজনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

- Advertisement -

অপর দুইজন হলেন, সাভার মডেল থানা বিএনপির সেক্রেটারি গোলাম মোস্তফা ও সাভার পৌর বিএনপির সেক্রেটারি মো. বদিউজ্জামান বদির।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রবিউল আলম সৈকত ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া।

গত ৩১ আগস্ট দুপুরে সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জে আহত হন বিএনপির প্রায় ২০ নেতাকর্মী।

এছাড়া ঘটনাস্থল থেকে আটক করা হয় ১০ জনকে। এ ঘটনায় বিএনপির ৩৪ নেতাকর্মীকে আসামি করে ১ সেপ্টেম্বর সাভার মডেল থানায় মামলা করে পুলিশ।

সর্বশেষ