দেশে এক মাস পর টানা দ্বিতীয় দিনের মত ৩০০’র বেশি কভিড রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে দুইদিন পর একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ হারও গতকালের তুলনায় কিছুটা বেড়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ৬০২টি নমুনা সংগ্রহ ও চার হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩১৩ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গতকাল সোমবার এ সংখ্যা ছিল ৩৩৩। এর আগে সবশেষ ২ আগস্ট দৈনিক শনাক্ত ৩৭৫ জনের কথা জানিয়েছিল অধিদপ্তর। তারপর গত এক মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিনশর নিচেই ছিল।
নতুন শনাক্ত ৩১৩ জনের মধ্যে ২৪৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। তার বয়স ৫১-৬০ বছরের মধ্যে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩২৯ জনে। এর আগে সবশেষ মৃত্যু হয়েছে গত শনিবার।
অধিদপ্তর আরো জানিয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশ। আগেরদিন সোমবার এ হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ।এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৯৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে নভেল করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।