spot_imgspot_img
spot_imgspot_img

ডেঙ্গু রোগীঃমৃত্যু ও হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

spot_img

দেশে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর সর্বোচ্চ আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম ছয়দিনেই ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১০ জনের। মৃত্যুর নতুন রেকর্ডের দিনে দেশে  চলতি বছরে সর্বোচ্চ ২৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে।

- Advertisement -

আজ মঙ্গলবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৮৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২২৪ জন এবং ঢাকার বাইরে ৬০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭১১ জন এবং ঢাকার বাইরে ১৩৯ জন। এতে আরো বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৭ হাজার ৩৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৬ হাজার ৫১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যুর খবর আসে গত ২১ জুন। এরপর থেকে এনিয়ে চলতি বছর আজ মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩১  জনের।এর আগে গতকাল সোমবার ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ওইদিন আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২০৮ জন।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৭ হাজার ৩৯৭ জন জন।এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৫১৬ জন। এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩২৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১২৩ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইতে ১ হাজার ৫৭১ জন এবং আগস্ট মাসে তা বেড়ে ৩ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরের এ ৬ দিনে আক্রান্ত হয়ে  ১ হাজার ২১৬  জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গিয়েছেন ১০ জন।  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জুনে ১ জন, জুলাইতে ৯ জন এবং আগস্টে ১১ জন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ