পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ধীমান ধর (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে লড়িহরা গ্রামের মাহবুবুর রহমানের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধীমান ধর ধলঘাট ইউনিয়নের বণিক পাড়া এলাকার দুলাল ধরের ছেলে। তিনি নগরের রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মালিক। দোকান থেকে রাতে পটিয়ায় গ্রামের বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ধীমান ধর বাড়িতে যাওয়ার পথে হাবিলাসদ্বীপ এলাকায় রাস্তায় ব্যরিকেড দিয়ে তার মোটরসাইকেলে লাঠি আঘাত করে দুর্বৃত্তরা। গাড়ি থেকে ফেলে দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। ধীমান একপর্যায়ে চিৎকার করলে তাকে ছুরি দিয়ে জবাই করে তারা পালিয়ে যায়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ধীমান ধরকে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড, তা এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত কাউকে আটক করা যায়নি। আশা করি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

সর্বশেষ