জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

বুধবার সকালে দিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী ফোরামের অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এরআগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নমন্ত্রী কিষাণ রেড্ডি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় দিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিকে, বেলা তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদান করা হবে।

তিন বছর পর ভারত সফর করছেন শেখ হাসিনা। ইউক্রেন সংকট, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং চলমান করোনা মহামারির মধ্যে এই সফরকে তাৎপর্যপূর্ণ মনে করছে বাংলাদেশ সরকার।

সর্বশেষ