নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অবঃ) মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের, গ্রেফতার ও কারা নির্যাতনের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলগুলোর অস্তিত্ব মুছে ফেলে নিজেদের একচ্ছত্র স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখাই ক্ষমতাসীনদের কাজ।
মঙ্গলবার বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
ফখরুল বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমান ভোটারবিহীন জনবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় শাসনকে পাকাপোক্ত করতে নিরবচ্ছিন্নভাবে চক্রান্তজাল বুনে যাচ্ছে।
তিনি বলেন, মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ অসংখ্য নেতা-কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে আটক রাখা সেই চক্রান্তেরই অংশ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান শাসকগোষ্ঠী নানাভাবে নানা কায়দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই দেশব্যাপী জনগণের মধ্যে আতংক সৃষ্টির জন্য হত্যা, গুপ্তহত্যা, গুম, অপহরণের মতো ভয়ংকর মানবতাবিরোধী ঘটনা সংঘটিত করছে।
বিএনপির মহসচিব বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাতে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে মুখ খুলতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে নানাভাবে হয়রানী করা হচ্ছে, চালানো হচ্ছে জুলুম নির্যাতন।
তিনি বলেন, দেশে আইন কানুনের বালাই নেই, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বলতে যা বোঝায় তা এখন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।
মানবতাবিরোধী সকল কর্মকান্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে। দলমত নির্বিশেষে সকলে বর্তমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে গণতান্ত্রিক শক্তিসহ সকলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।