spot_imgspot_img
spot_imgspot_img

ধর্ম অবমাননার অভিযোগ:রাষ্ট্র সংস্কারের সদস্য প্রীতম দাশ গ্রেপ্তার

spot_img

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

ধর্ম অবমাননার অভিযোগ দেখিয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম অর রশিদ তালুকদার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে প্রীতম দাশকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) প্রীতম দাশকে আদালতে প্রেরণ করা হবে। গত ৪ সেপ্টেম্বর মাহবুবুল আলম ভুইয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রীমঙ্গল থানায় প্রীতম দাশের বিরুদ্ধে মামলা করেন।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট শ্রীমঙ্গল চৌমোহনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবির প্রতি সংহতি প্রকাশ করে সমাবেশের আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সমাবেশের শুরুতে প্রীতম দাশ, রিয়াজ খান, জাবেদ ভূইয়াসহ রাষ্ট্র সংসার আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন সংগঠনটির অনেক নেতা-কর্মী। পরে ছাত্রলীগের কয়েকজন কর্মী এই হামলা চালিয়েছে অভিযোগ করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও শ্রীমঙ্গল প্রেসক্লাবে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন প্রীতম দাশ ও রিয়াজ খানসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্যরা। এ সময় তারা পুলিশ প্রশাসনের নীরব ভূমিকাকেও দায়ী করেন।

এদিকে গত ৮ জুলাই প্রীতম দাশের শেয়ার করা এক উর্দু গল্পকারের একটি সাক্ষাৎকারের টুকরো অংশের স্ক্রিনশট গত ৩০ আগস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ধর্ম অবমাননার অভিযোগ এনে মাহবুবুল আলম ভুইয়া নামে এক ব্যক্তি এ বিষয়ে লিখিত অভিযোগ করলে ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় মামলা রেকর্ড হয়। এই মামলার পলাতক আসামি হিসেবে তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ