মাঠে বসে নিজের দল আর্জেন্টিনার খেলা দেখছিলেন দেশটির জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সেইন্ট পিটার্সবুর্গে এক্সিকিউটিভ বক্সে বসে তিনি উপভোগ করছিলেন খেলা। আর্জেন্টিনাকে সেখানে বসেই তিনি শক্তি যোগাচ্ছিলেন। উল্লাস করছিলেন। লিওনেল মেসি ও মার্কোস রোহো আর্জেন্টিনাকে বিপদমুক্ত করায় তিনি লাফিয়ে ওঠেন। বাধভাঙা উল্লাসে ফেটে পড়েন।
ততক্ষণে নিজের যে বারোটা বাজিয়ে ফেলেছেন তা তিনি টেরও পান নি। অকস্মাৎ দেখা যায় তিনি টলে পড়ছেন। বসে থাকতে পারছেন না। দাঁড়াতে পারছেন না। তাকে ওই স্টেডিয়ামে তার আসন থেকে উঠিয়ে নিচ্ছেন সহকারীরা। কেন এমন হলো? পরীক্ষা করে দেখা গেল তার নি¤œ রক্তচাপ। ফলে তিনি দুর্বল হয়ে পড়েছেন। দাঁড়াতে পারছেন না। তাকে আসন থেকে তুলে নিতে দেখা গেল দু’জন সহকারীকে। খেলা শেষে তাই একটি ফুটেজ ছড়িয়ে পড়লো। তাতে দেখা গেল ভিআইপি বক্সে ম্যারাডোনা নড়াচড়া করতে পারছেন না। তিনি একটি চেয়ারে অসাড় হয়ে বসে আছেন। আর্জেন্টিনার স্পোর্টস সম্প্রচার মাধ্যম ইএসপিএন দাবি করেছে, ম্যারাডোনাকে সেখান থেকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অন্য মিডিয়াগুলো ঘটনাটিকে আতঙ্কজনক বলে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, ম্যারাডোনা লো ব্লাড প্রেসারে ভুগছিলেন ওই সময়। তবে আর্জেন্টিনার এই ফুটবল আইকনের ইন্সটাগ্রামে বলা হয়েছে, ওই ঘটনাটি ঘটেছিল খেলার মধ্যবিরতিতে। সেখানে ম্যারাডোনার পোস্টে তিনি লিখেছেন, আমার কাঁধে অনেক ব্যথা করছিল। আমি হার্টের সমস্যায় ভুগছিলাম। আমাকে একজন চিকিৎসক চেক করেন এবং তিনি আমাকে ম্যাচের শেষ অর্ধেক না দেখেই বাসায় ফিরে যেতে বলেন। কিন্তু আমি মাঠে অবস্থান করে খেলা দেখতে চাই। কারণ, এ খেলাটি ছিল আমাদের সবার জন্য ঝুঁকিপূর্ণ। কিভাবে এমন একটি খেলা রেখে আমি স্টেডিয়াম ছেড়ে যেতে পারি? আমি সবার প্রতি উড়ন্ত চুমু ছুড়ে দিলাম। আমাদেরকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ।