বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
spot_img

পদ্মায় স্পিডবোট ডুবি ২০ যাত্রী নিখোঁজ , উদ্ধারকাজ চলছে

 

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে ২০ জন যাত্রীবোঝাই একটি স্পিডবোট উল্টে গিয়ে অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং পয়েন্টে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, শিমুলিয়া থেকে স্পিডবোটটি ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির দিকে যাওয়ার পথে মাঝপথে পদ্মার ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। আশপাশে থাকা ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলো দ্রুতগতিতে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করে। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড বাকীদের সন্ধানে উদ্ধারকাজ শুরু করে।

সর্বশেষ