ভোট চলাকালে সাংবাদিকরা হামলার শিকার হলে তিন বছরের কারাদণ্ড বিধান চায় ইসি

ভোট চলাকালীন সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকরা বাধা বা হামলার শিকার হলে জড়িতদের তিন বছরের কারাদণ্ড নির্ধারণ করতে চায় নির্বাচন কমিশন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নতুন এ বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান।

- Advertisement -

তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে সব নির্বাচনেই ইভিএম ব্যবহার হবে। নানা অনিশ্চয়তা কাটিয়ে রোববার অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ।

কুমিল্লা সিটি নির্বাচনের পর এ নির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করে কমিশন। ৪৭টি কেন্দ্রে ৩৬৫টি সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। কমিশন ভবনে কন্ট্রোলরুম থেকে নির্বাচন পর্যবেক্ষণ করে ইসি। সিসি ক্যামেরা দেখে ভোটকক্ষের ভেতরে বহিরাগত ও অনুপ্রেবেশকারী কয়েকজনকে পুলিশের কাছে সোপর্দ করে কমিশন।

পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। তিনি বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ফলে ভাল ফলাফল পাওয়া যাচ্ছে।

ভোটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা নানা সময়ে বাধা বা হামলার শিকার হন। কমিশন বলছে, সাংবাদিকদের সুরক্ষায় আরপিওতে নতুন বিধান যুক্ত করার সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ