টিসিবির পণ্য বিক্রি শুরু, পাবে এক কোটি পরিবার

সেপ্টেম্বর মাসের জন্য সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩ লাখসহ সারা দেশে মোট এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবার এ সুবিধা পাবেন। রাজধানীর তেঁজগাওয়ে রোববার তৃতীয় ধাপের এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

- Advertisement -

ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রিতে বিশৃঙ্খলা দেখা দেয়ায় চলতি বছরের মার্চ মাস থেকে কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। এরপর মার্চ থেকে এপিলে প্রথম ধাপে, মে মাসে বন্ধ রেখে জুন থেকে আগস্টে দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি করে টিসিবি। তৃতীয় ধাপে ১০ দিন বিরতি দিয়ে আবারও শুরু হলো কম দামে তেল, চিনি, ডাল, পেঁয়াজ বিক্রি।

৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারছেন ক্রেতারা। জেলা পর্যায় তেল, চিনি ও ডাল বিক্রি হলেও ঢাকায় এর সঙ্গে মিলছে পেঁয়াজও। প্রতি মাসেই একবার করে এসব পণ্য পাবেন কার্ডধারীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, টিসিবির বিক্রি কার্যক্রম চালাতে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে, তাই নতুন সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হচ্ছে। বলেন, এ সপ্তাহের মধ্যে সব জেলায় টিসিবির বিক্রয় কার্যক্রম শুরু হবে। এটি প্রতি মাসেই একবার করে এক কোটি পরিবার পাবে। আশা করি, এ মাসের পণ্য বিক্রি কার্যক্রম ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। অক্টোবরে আবার চলবে। বছরজুড়ে চলবে।

ঢাকার ২ সিটিতে ৩০০ ডিলারের কাছে মিলছে এসব নিত্যপণ্য। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনে খুশি ভোক্তারা। পণ্য কিনতে আশা ভোক্তারা বলেন, আগে ট্রাকসেলে দিত। কেউ পেত, আবার কেউ পেত না। ট্রাক চলে যেত। কিন্তু এখন সিরিয়াল আছে, কার্ড আছে। সুতরাং পাবই। আমাদের যে টাকা সাশ্রয় হচ্ছে, আমরা সেটি সংসারের অন্য কাজে খরচ করতে পারছি। ভোক্তাদের দাবি, মাসে যেন দুবার টিসিবির ভর্তুকি মূল্যের এসব পণ্য দেয়া হয়।

ভোজ্যতেলের দাম কমাতে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

সর্বশেষ