তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরী থেকে বিভিন্ন প্রকারের মাদক উদ্ধার করেছে র্যাব সদস্যরা। গত বুধবার রাতে বাকলিয়া থানাধীন থেকে এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল, মোঃ তানভীর ইসলাম (২৫), মোঃ রাসেল (২৪), মোঃ জামাল (২০), মোঃ নাঈম (২২), মোঃ হৃদয় মিয়া (৩০), মোঃ শিপন (৩২) ও মোঃ জহির (২৩)।
র্যাব জানায়, বাকলিয়া থাানাধীন তক্তারপুল এলাকায় আব্দুল করিম রোডস্থ সেলিম সওদাগরের বাড়ির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তত্য পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালায়। ওই রাত ১০ টার দিকে র্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে এদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ২ হাজার ১০০ টাকা। বলে র্যাব জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।