চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলা
আকমুল জাহান জ্যাকলিন : চট্টগ্রাম মহানগরীর একটি স্কুলের ছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় একজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতের বিচারক জিন্নাত ফেরদৌস চৌধুরী এই মামলায় গ্রেফতার তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে দ্বিতীয় দফায় সমাজসেবা অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।এর আগে পুলিশ আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিল।বিচারক শুনানি শেষে রিমান্ডের বদলে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
জানা গেছে, গত ৬ মে একই বিচারক আদনানকে টঙ্গীর কিশোর সংশোধনাগারের তত্ত¡াবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। গত ২ মে সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গার ১৮ নম্বর ঘাটে পাথরের ওপর উপুড় হয়ে থাকা অবস্থায় তাসফিয়ার লাশ পাওয়া যায়। নগরীর সানসাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন তিনি। ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে নগরীর আরেকটি স্কুলের দশম শ্রেণির ছাত্র আদনানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে পরিবারের ভাষ্য। লাশ উদ্ধারের আগেরদিন বিকালে আদনানের সঙ্গে বেড়াতে বেরিয়ে নিখোঁজ হন তাসফিয়া। আদনান ও তাসফিয়া নগরীর গোলাপাহাড় মোড়ে ‘চায়না গ্রিল’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খান। পরে সেখান থেকে বেরিয়ে দুজনে দুটি অটোরিকশায় উঠে চলে যান বলে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানিয়েছে পুলিশ। তাসফিয়ার লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য আদনানকে থানায় ডেকে আনা হয়। পরে তাসফিয়ার বাবা মামলা করলে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।