বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন ”সারাদেশে চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে”।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
কর্মসূচি পালনকালে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় বিএনপির নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিকো, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলম এবং লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুন্নবী মোহসিনসহ নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় প্রমাণ হয় যে, রাষ্ট্রক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে সরকার।’
মির্জা ফখরুল বলেন,সমগ্র দেশ সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছে। সারাদেশে এখন চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে। মিডনাইট ও বিনা ভোটের সরকারের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখা। তাদের এই অনাচারের দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ।’
বিবৃতিতে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।