- Advertisement -
রোহিঙ্গাদের দুদর্শা ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তারা কক্সবাজারে যাবেন।
শনিবার রাতে জাতিসংঘ মহাসচিব ও তার সফরসঙ্গী বিশ্বব্যাংক প্রধান ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিকদের জানান, তিনি রোহিঙ্গা শরণার্থীদের ও তাদের আশ্রয় দেয়া বাংলাদেশি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছেন।
দুই অতিথির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও রয়েছে। এরপরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন তারা। সোমবার তারা কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে বিকালে ঢাকায় ফিরবেন।