আন্দোলনকারীদের নেতা রাশেদ গ্রেপ্তার

 

- Advertisement -

কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যাওয়ার পর তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। এসময় তার সঙ্গে থাকা মাহফুজ খানকেও গ্রেপ্তার করা হয় । আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১৪ এর মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে তাকে তুলে নেয়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে কোটা আন্দোলনের আরেক কেন্দ্রীয় নেতা ফারুক হাসান বলেন, রাশেদকে তুলে নিয়ে গেছে ডিবি। আমরা ডিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওবায়দুর রহমান বলেন, শাহবাগ থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান জয় মামলাটি দায়ের করে। এর আগে গতকাল আন্দোলনকারীদের অপর নেতা নুরুল হক নুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

সর্বশেষ