spot_imgspot_img
spot_imgspot_img

বাংলাদেশে বিনিয়োগে যেকোনো দেশ লাভবান হবে: বাণিজ্যমন্ত্রী

spot_img

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ সরকার এখানে বিনিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষনীয়। বাংলাদেশ সকল বিনিয়োগের নিরাপত্তা দিচ্ছে। যে কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে।

- Advertisement -

বাণিজ্যমন্ত্রী বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়ান ট্রেড প্রোমশন ফোরামের (এটিপিএফ) ৩৫তম সিইও সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বেশ কয়েকটির কাজ শেষ পর্যায়ে। এখানে বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। বাংলাদেশ প্রায় সতের কোটি মানুষের একটি বড় বাজার। পাশাপাশি ভারত ও চীন বিশাল বাজার। কম খরচে বাংলাদেশে পণ্য উৎপাদন করে রপ্তানি করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রায় ৪০০ কোটি মানুষের বাস। এটিপিএফের মাধ্যমে পারস্পরিক তথ্য বিনিময় এবং যৌথভাবে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করা হলে সকলেই উপকৃত হবে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোভিডের কারণে বিশ্বমন্দার মাঝেও বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। সল্ফপ্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানী ও গ্যাস সংকটের কারনে বিশ্বব্যাপী বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশ এর বাইরে নয়। তারপরও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি। মানুষের মাথাপিছু আয় বাড়ছে।

বাংলাদেশসহ এপিটিএফের মোট সদস্য ২৩টি দেশ। ফোরামের সচিবালয়ের দায়িত্ব পালন করছে জাপান এপটার্নাল ট্রেড অর্গানাইজেশন।

এ বছর ৩৫তম সিইও সভা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এ সভায় যোগ দেওয়ার আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ফোরামের কো-চেয়ারম্যান এবং জেটরো’র চেয়ারম্যান নবুহিকো সাসাকির সঙ্গে একান্ত বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির আহবান জানান এবং প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা চান।

রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জেটরো’র চেয়ারম্যান নবুহিকো সাসাকি এবং এফবিসিসিআইর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ