spot_imgspot_img
spot_imgspot_img

শাকিব খানের নায়িকা হচ্ছেন এভ্রিল

spot_img

 

- Advertisement -

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় নাম লেখানোর পর বেশ আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। এ প্রতিযোগিতা থেকে বের হওয়ার পরপরই জানা যায় বড়পর্দায় কাজ করবেন তিনি। অবশেষে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে তার। এভ্রিল আজ সোমবার মানবজমিনকে বলেন, ঢালিউডের নাম্বার ওয়ান কিংখ্যাত নায়ক শাকিব খান আমার প্রিয় একজন নায়ক। গত ২৯শে জুন তার সঙ্গে একটি ছবির মিটিংয়ে বসেছিলাম। এবং ছবিটিতে কাজ করার জন্য আমি চূড়ান্তও হয়েছি।
তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না বলে শর্র্ত দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ ১৫ই জুলাইয়ের পর এ বিষয়ে বিস্তারিত জানাবে তারা। এভ্রিল নতুন এ ছবির বিষয়ে আরো বলেন, এ ছবিতে শাকিব ভাইয়ের বিপরীতে একজন নায়িকা থাকবে। আর সেই নায়িকা চরিত্রে আমিই অভিনয় করব, এটা ভেবে বেশ ভালো লাগছে। শাকিব ভাই আমাকে নাচ শিখতে বলেছেন। বর্তমানে তার পরামর্শে আমি ক্ল্যাসিকাল নাচের প্র্যাকটিস করছি। ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। তিনি বলেছেন যে, বর্তমান সময় টিকে থাকতে গেলে অভিনয় শিখে আসা ছাড়া মিডিয়াতে কাজ করতে নামা উচিত নয়। উনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ছবির নাম ও পরিচালকের নাম কয়েকদিন পরই জানাতে চাই।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ