তৌহিদুর রহমান : বিগত বৎসরে চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দা ও চট্টগ্রাম থেকে মদিনা সরাসরি ১৯ টি ফ্লাইট ছিল। এ ছাড়াও নিয়মিত চট্টগ্রাম জেদ্দা সরাসরি ফ্লাইট ও হজ্ব যাত্রী পরিবহন করে ও সকল হজ্ব যাত্রী সরাসরি ফ্লাইট নেওয়া সম্ভব হয়নি,সে জন্য এ বছর ২০১৮ তে আমরা চট্টগ্রাম জেদ্দা ও মদিনা সরাসরি ২৫ টি ফ্লাইট বিমান কর্তৃপক্ষ থেকে আরো আগে থেকেই দাবী করে আসছি। কিন্তু চট্টগ্রাম বিদ্বেশীদের ষড়যন্ত্রের কারনে এবার সরাসরি ফ্লাইট বাড়িয়ে দেওয়ার জায়গায় আরো কমিয়ে দেয়ায় চট্টগ্রামের হজ্বযাত্রীদের ভোগান্তি পোহাতে হবে যার কারনে আমরা আল্লাহর মেহমান হজ্ব যাত্রীদের ভোগান্তি লাঘবে চট্টগ্রাম থেকে জেদ্দা নুন্যতম আরো ৫টি সরাসরি হজ্ব ফ্লাইট দাবী করছি।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে হজ্ব এজেন্সিজ এসোশিয়েশন অব বাংলাদেশ হাব, চট্টগ্রাম অঞ্চলের উদ্যেগে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব, চট্টগ্রামের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে সরাসরি হজ্ব ফ্লাইট বৃদ্ধির দাবীতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে বলা হয়, বিগত বছরের তুলনায় এ বছর বিমান ভাড়া অতিরিক্ত ১৬,০০০ হাজার টাকা বৃদ্ধি করায় হজ্ব যাত্রীদের শেষ মুহুত্বে অর্থ সংকটে পড়তে হলো। অথচ একজন ওমরা হজ্ব যাত্রীর বিমান ভাড়া ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। সেই অনুপাতে ডাবল বিমান ভাড়া নিলে ও ১২০,০০০ টাকার মত বিমান ভাড়া হওয়ার কথা। তাই আমরা এই অযৌত্তিক বর্দ্ধিত বিমান ভাড়া প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। হাব চট্টগ্রামের সচিব আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারুর সঞ্চালনায় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, আটাব চট্টগ্রাম এর মহাসচিব আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, সহ-সম্পাদক হাজী এরশাদ আহমদ, হাব সদস্য নুরুল আনোয়ার,আলহাজ্ব ফরিদ উদ্দিন,আলহাজ্ব আবুল আনোয়ার,আলহাজ্ব আবদুল মালেক প্রমুখ।