সরকারের বিরুদ্ধে সময় মতোই ‘জনবিস্ফোরণ’ ঘটবে বলে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের চিকিৎসক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সমাবেশে তিনি আরো বলেন, বিভিন্ন নির্বাচনে সরকার যে জয় ছিনিয়ে নিচ্ছে তা দলের লোকদের সহায়তায় নয় প্রশাসন ও পুলিশের সহায়তায় তারা এসব করছে। জনগণ মিডিয়ার মাধ্যমে এসব দেখছে ও তাদের মধ্যে ক্ষোভের জন্ম নিচ্ছে। এই ক্ষোভ এক সময় জন বিষ্ফোরণের সৃষ্টি করবে।
ড্যাব’র সিনিয়র সদস্য অধ্যাপক ডা. সিরাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আবদুল মান্নান মিয়া, অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডাঃ আবদুল কুদ্দুস, ডাঃ বজলুল গণি ভূঁঞা, অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডাঃ আমিনুল ইসলাম, অধ্যাপক ডাঃ শাহাবউদ্দিন, অধ্যাপক ডাঃ সামছুদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ এ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক ডাঃ আব্দুর রশিদ, অধ্যাপক ডাঃ আলিমুজ্জামান, ডাঃ সাইফুল ইসলাম সেলিম, ডাঃ আজহারুল ইসলাম, ডাঃ এ বি এম ছফিউল্লাহ, ডাঃ মোঃ রেহান উদ্দিন খান, ডাঃ সাইফ উদ্দিন নেছার আহমেদ তুষান, ডাঃ আদনান হাসান মাসুদ, ডাঃ এম এ কামাল, ডাঃ গোলাম মোস্তাফা, ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, ডাঃ এ এস এম আতিকুল ইসলাম, ডাঃ হাসনুল আলম শামীম, ডাঃ রুস্তম আলী মধু, ডাঃ শরীফ সাহাবুর রহমান তুষার, ডাঃ ফারুক হোসেন, ডাঃ রেজাউল করিম নিপ্পন, ডাঃ শামসুজ্জামানসহ প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার কাজ করছি আমরা। এ লক্ষ্যে যা প্রয়োজন তাই করা হবে। জনগণ যথা সময়ে তা জানতে পারবেন। নির্বাচন প্রসঙ্গে তিনি সরকারী দলের নেতাদের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘তারা বলছেন নভেম্বর-ডিসেম্বর মাসে ফাইনাল খেলা। আমরাও সেই ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই খেলায় প্রস্তুতি নিতে চিকিৎসকসহ সকল পেশাজীবীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, আমরা যখনই কোনো আন্দোলন শুরু করি আমাদের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ দাঁড়ায় না। আমাদের সামনে এসে দাঁড়ায় র্যাব, পুলিশ, বিজিবি। অর্থাৎ এই সরকার আর জনগণের সরকার নেই, প্রশাসন ও পুলিশের সরকার হয়ে দাঁড়িয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, সরকার পতনের লক্ষ্যে আমাদের প্রতি আস্থা রেখে সকল সিদ্ধান্তে পেশাজীবীসহ সকলেই এগিয়ে আসবেন। এবার বিজয়ের সময়। এ বিজয়ে সকলকে থাকতে হবে এবং প্রস্তুতি নিতে হবে।
চিকিৎসক সমাবেশে সোবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র চিকিৎসা নিয়ে সরকারের অনৈতিক আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং তাঁকে পছন্দমত হাসপাতালে চিকিৎসা ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। নয়াদিগন্ত