বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে সাংবাদিকদের চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠা সাংবাদিক রুবেল খানের মেয়ে রাইফা খান হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন পেশাজীবী নানা শ্রেণী-পেশার মানুষ এবং চট্টগ্রামের চারটি স্থানীয় পত্রিকার সম্পাদক। এর মাধ্যমে সাংবাদিকদের বিচার দাবির আন্দোলন-কর্মসূচির নতুন মাত্রা পায়।

আজ মঙ্গলবার বিকালে শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা সংহতি প্রকাশ করতে আসেন। প্রতিবাদ সমাবেশ পরিণত হয় জনসমাবেশে। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পক্ষান্তরে মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে চট্টগ্রামের স্থানীয় চার পত্রিকার সম্পাদকের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ এবং পূর্বদেশ সম্পাদক মজিবুর রহমান সিআইপি। চার পত্রিকার সম্পাদক চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা এবং এর সিস্টেমের আমুল পরিবর্তন আনার কথা বলেন। তাছাড়া রাইফার মৃত্যুর ঘটনায় মেডিকেল মার্ডার কি না তাও খতিয়ে দেখার অনুরোধ জানান।

এদিকে, মঙ্গলবার বিকালে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন বিএফইউজের সাবেক মহাসচিব মোল্লা জালাল, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, ওয়ার্কাস পার্টির নেতা শরীফ চৌহান, যুবলীগ নেতা এ এস এম সাঈদ সুমন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন ছাত্র, রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন।

এর আগে, দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের অনুষ্ঠিত সভায় সভায় পূর্বকোণ সম্পাদক সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী বলেন, ‘রুবেল খানের শোকাহত পরিবারের মতো আমরাও শোকাহত। হাসপাতাল থেকে শিশু রাইফার লাশ বের হয়ে আসলো, বাবার হাতে সন্তানের লাশের ছবি দেখে আমি পাথর, স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে যাই। আশা করি এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। যারা ইচ্ছা-অনিচ্ছাকৃতভাবে এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার চাই।’

আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, রুবেল খানের কন্যার মৃত্যুতে আজাদী পরিবার শোকাহত। আমরা সকল সাংবাদিকদের সঙ্গে আছি। রুবেল খানের কন্যার মতো অভিযোগ উঠা সকল মৃত্যুর তদন্ত হউক। এ ঘটনায় দায়ীদের বিচার চাই।’

সর্বশেষ