রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামের সীতাকুণ্ডে মত্যুর ৮ বছর পর দলিলে স্বাক্ষর নিয়ে চাঞ্চল্য !

মাহফুজ পারভেজ : চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সলিমপুর ৪ নং ওয়ার্ডের আব্দুল মালেকের পুত্র সিরাজুল হক ২০০২ সালের ৩০ মে মারা যান। কিন্তু তার মত্যুর ৮ বছর পর একটি জায়গার দলিলের আমমোক্তারনামায় তার স্বাক্ষর রয়েছে। মৃত্যুর ৮ বছর পর এই স্বাক্ষর নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সিরাজুল হকের পরিবার দাবি, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র জালিয়াতির মাধ্যমে তাদের জায়গা-জমি গ্রাস করার চেষ্টা করছে। এ ব্যাপারে সিরাজুল হকের নাতি শহিদুল ইসলাম রনি বাদি হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উত্তর সলিমপুর ৪ নং ওয়ার্ডের আব্দুল মালেকের পুত্র সিরাজুল হক ২০০২ সালের ৩০ মে মারা যান। তার একটি জায়গার ৮১১৭ নং আমমোক্তারনামা দলিল ২০১০ সালের ১১ আগষ্ট দলিল সৃজন হয়। উত্তর সলিমপুর এলাকার নুরুজ্জমার পুত্র মো.বাবুল হক ও তার অপর দুইভাইয়ের নামে। এতে সনাক্তকারী হিসেবে নগরের আকবর শাহ থানার আমীর আহাম্মদের পুত্র মো.দিদার আলম কে দেখানো হয়। উক্ত আমমোক্তনামায় সিরাজুল হককে জীবিত দেখিয়ে দলিলটি সম্পাদন করে।
মামলার বাদি শহিদুল ইসলাম রনি বলেন, আমার নানা সিরাজুল হক মৃত্যুর ৮ বছর পর কিভাবে দলিলে স্বাক্ষর করেছে তা হাস্যকর। বাবুল ও দিদার নামের ভূমি-দস্যু চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় জাল দলিল তৈরি করে লোকজনের সাথে প্রতারণা করে আসছে। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন আজীজও সিরাজুল হকের মত্যু নিয়ে সত্যায়িত করেছেন। এতে তার মত্যুর তারিখ দেখানো হয়েছে ৩০ মে ২০০২ সাল।

সর্বশেষ