জাহাঙ্গীর আলম সেজান : ইন্টারন্যাশনাল সোসাইটি অব লোকনাথ (ইসলোক) এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রাখাল দাশগুপ্ত। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করেন শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. শ্যামাপদ দে। মহান অতিথি ছিলেন বারদীধাম লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী অচ্যুত রঞ্জন রায়। প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আগত ইসলোক’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাশীনাথ চন্দ। শিক্ষাবিদ আশীষ কুমার পাঠকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. চন্দন তালুকদার, বাগীশিক প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ, অদুল-অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী, ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, সীতাকুণ্ড মহাতীর্থ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক রতেন্দু ভট্টাচার্য্য প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অদুল কান্তি চৌধুরীকে সভাপতি ও রত্নাকর দাশ টুনুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ইসলোক বৃহত্তর চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করেন ভারত থেকে আগত ইসলোক’র সাধারণ সম্পাদক কাশীনাথ চন্দ।