শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

 

- Advertisement -

রাশিয়া বিশ্বকাপের ডামাডোলে বলা যায় একটু আড়ালেই রয়েছে অন্যান্য খেলা। তবে কোয়ার্টার ফাইনালের আগে দুদিনের ছুটি মিলেছে আজ। আর তাতে খেলা উপভোগ করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। কারণ বুধবার (৪ জুলাই) বাংলাদেশে সময় রাত আটটায় অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হোল্ডারদের বিপক্ষে হারলে র‌্যাঙ্কিংয়ে আবার ওয়েস্ট ইন্ডিজের নিচে চলে যাবে বাংলাদেশ। তাই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এমন ম্যাচটিতে দর্শকদের হতাশ করেছে সাকিব-তামিমরা।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে প্রথমে টস হেরে ব্যাট করছে তামিম-লিটনরা। আর ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যক্তিগত ৪ রানের মাথায় কাটা পড়েন তামিম ইকবাল। তার বিদায়ের পর ব্যাট করতে আসেন মুমিনুল হক। তিনি ১ রান করে তামিমের দেখানো পথে হাটেন। শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে কাটা পড়েন মুশফিক। রান না করে ফিরে যান সাকিবও।

বাংলাদেশের চারটি মূল্যবান উইকেট শিকার করেন কেমার রোচ। এই প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ ১৮/২, আট ওভার চার বল।

সর্বশেষ