- Advertisement -
রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা (বিভাগের) সদস্যরা বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।
ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের তাদের থেকে ২৪ হাজার ৮৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৩০ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৫৫০ গ্রাম (৬০ পুরিয়া) গাঁজা ও ১১ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি পৃথক মামলা হয়েছে।