সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন আজ সকাল ৭ টায় প্রাতভ্রমণের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। আহত মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসারত অবস্থায় আছেন ।
জানা যায়, মাননীয় মন্ত্রীর বা পায়ের হীপ জয়েনে হার ভেঙে গেছে। হাসপাতালের ডাক্তার অতিদ্রুত সার্জারি করতে নির্দেশনা দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সমাজকল্যাণমন্ত্রীকে সার্জারিতে নেয়ার প্রস্তুতি চলছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, মন্ত্রী মহোদয় ভোরে একা হাঁটতে বেরিয়ে ছিলেন। বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল হওয়ায় বাড়ির সামনে মন্ত্রী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে। পরে তাকে দ্রুত স্কায়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই সার্জারি করা হবে।
প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রীকে সার্জারিতে নেয়ার প্রস্তুতি চলছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গত ৩ জানুয়ারি মন্ত্রিসভার রদবদলের সময় রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।