স্বৈরাচার এরশাদের বিরুদ্বে আশির দশকে যখন আন্দোলন চলছিল তখন খালেদা জিয়া ও শেখ হাসিনা সাংবাদিকদের সাথে জাতীয় প্রেস ক্লাবে অনেক মিটিং করেছেন, যা আজকে হয় না। গণতন্ত্রের ও জাতীর আশা আকাঙ্খার ভরসা ছিল প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন।
১৯৮৭ সালের ছবি এটি, সেই সময় বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা জাতীর মুক্তির জন্য রাজপথে মিছিল করতেন এমনকি শেখ হাসিনার বাড়িতে একাধিক বার দুই নেত্রী বৈঠক করেছে, এমনি চমৎকার পরিবেশ ছিল।
সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া তিনি। এখন নাজিমউদ্দিন রোডের নির্জন পরিত্যাক্ত এলাকার বাসিন্দা খালেদা জিয়া আজ কারাগারে। ১৯৯১ সাল থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। প্রতিবারই ৫টি করে আসনে বিজয়ী হয়েছেন।
এছাড়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীও তিনি। সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী। সব বিবেচনায় সামাজিক মর্যাদার যে কোন মানদণ্ডে একজন সম্মানিতা ব্যক্তি তিনি।