তৌহিদুর রহমান : চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসফিয়ার হত্যা মামলার নতুন করে তদন্ত করবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমান মামলাটির তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে সবকিছু গোয়ান্দা পুলিশকে বুঝিয়ে দিয়েছে। এদিকে ঢাকায় সিআইডি’র ল্যাবে পাঠানো চারটি পরীক্ষার ফলাফল চমেকের ফরেনসিক বিভাগে এসেছে। এই ফলাফল যে কোনদিন প্রকাশ করা হবে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে সিএমপি কার্যালয়ে মাসিক অপরাধ সভায় চাঞ্চল্যকর এ মামলাটি নগর ডিবিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, গত ২ মে সকালে নগরের পতেঙ্গা সমদ্র্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। প্রথমে অজ্ঞাত লাশ মনে করা হলেও পরিচয় মেলার পর একই দিন সন্ধ্যায় খুলশি থানার জালালাবাদ হাউজিং সোসাইটির বাসা থেকে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। মির্জা নগরের বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র। তাসফিয়াকে ধর্ষণের পর খুন করা হয়েছে এমন অভিযোগ এনে তার বাবা মো. আমীন গত ৩ মে দুপুরে আদনান মির্জাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। আসামিরা হলেন, আদনান মির্জা, সৈকত মিরাজ, আশিক মিজান, ইমতিয়াজ সুলতান ইকরাম, মো. মোহাইন ও মো. ফিরোজ। এরমধ্যে ঘটনার পরদিন তাসফিয়ার বন্ধু আদনান মির্জা এবং গত ২৩ মে রাতে আশিক মিজানকে গ্রেফতার করে পুলিশ।
সিএমপি গোয়েন্দা পুলিশ জানায়, চাঞ্চল্যকর মামলাটির ডকেট পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ। সাবেক তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার এসআই আনোয়ার হোসেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা স্বপন সরকারের কাছে এই ডকেট হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে নগর ডিবির উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুলাহ জানান, তাসফিয়া হত্যা মামলার ডকেট হাতে পেয়েছি। ডকেটগুলো পর্যালোচনা করে শিগগির নতুন করে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।
গোয়েন্দা পুলিশ জানায়, তাসফিয়া কী আত্মহত্যা করেছে নাকি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তা জানতে ঢাকায় সিআইডি’র ল্যাবে পাঠানো চারটি পরীক্ষার ফলাফল চমেকের ফরেনসিক বিভাগে এসেছে। তাসফিয়ার ময়নাতদন্তকারী চিকিসক হলেন, চমেকের ফরেনসিক বিভাগের ডা.সুজন কুমার দাশ। চলতি সপ্তাহের মধ্যে তাসফিয়ার ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানান এ চিকিৎসক। চার পরীক্ষার ফলাফলে মত্যুর আগে তাসফিয়া ধর্ষিত হয়নি এবং রক্তে কোনো প্রকার বিষক্রিয়ায়ও তার মৃত্যু হয়নি বলে জানান তিনি।