প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ডবলমুরিং থানার অভিযাণে গ্রেফতার ৫

 

- Advertisement -

ডবলমুরিং থানাকর্তৃক ০৪ অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার, ঘটনায় ব্যবহৃত ০১টি কাঠের বাটাম, ০১টি ছোরা ও ০১টি মোবাইল ফোন উদ্ধার”

সূত্রঃ- ডবলমুরিং মডেল থানার মামলা নং- ০৪, তারিখ- ০৫/১০/২০২৩ ইং, ধারা- ৩৬৫/ ৩৮৫/ ৩২৩/ ৫০৬/ ৩৪ পেনাল কোড; ১৮৬০।  ইং ০৩/১০/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় প্রেমের অভিনয় করে পরিকল্পিতভাবে বাদী/ ভিকটিম আশরাফুল ইসলাম হৃদয় (২৮)কে এজাহারনামীয় আসামী- ১। মহিবুর রহমান সজীব প্রঃ নিশান (২৪), ২। মোঃ রয়েল (২৪), ৩। মোঃ শরীফ (২৬), ৪। মোঃ শাহাদাত (২২), ৫। বিবি আমেনা প্রঃ প্রিয়াঙ্কা (১৯) সহ অজ্ঞাতনামা ০২ জন আসামীরা হালিশহর থানাধীন বড়পুল মোড় হতে জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজিতে তুলে বন্দর থানাধীন পোর্ট কলোনতে নিয়ে যায়। পরবতীতে আসামীরা ভিকটিমকে ডবলমুরিং মডেল থানাধীন মনছুরাবাদ, গাট্টিশাহ মাজারের পিছনে ফারুক মিয়ার বিল্ডিংয়ের ২য় তলার ৮নং রুমে নিয়ে এসে আটক করে রেখে ভিটিমকের নিকট থেকে ৩০,০০০/= টাকা চাঁদা দাবী করে। ভিকটিম আসামীদেরকে চাঁদা না দিলে কাঠের বাটাম দিয়ে সারারাত মারধর করতে থাকে এবং বাদীনির স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে চাঁদা দাবী করে। বিষয়টি ডবলমুরিং থানা পুলিশকে অবগত করলে অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই আহলাদ ইবনে জামিল সঙ্গীয় এসআই ইমান হোসাইন, এএসআই শাহাদাত হোসেন, এএসআই সেলিম সরকারের সহায়তায় আসামীদেরকে টাকা দিবে বলে দেওয়ানহাট মোড়ে কৌশলে নিয়ে আসে। ভিকটিমের স্ত্রীর মাধমে টাকা দেওয়ার সময় ইং ০৪/১০/২০২৩ তারিখ বিকাল পঅনুমান ১৬.৩০ ঘটিকার সময় এজাহারনামীয় ০১ ও ০২ নং আসামীদ্বয়কে আটক করেন এবং ভিকটিমকে উদ্ধার করেন। ধৃত আসামীদের দেয়া তথ্য মতে তাদের বসতঘর হতে ঘটনায় ব্যবহৃত ০১টি ধারালো টিপ ছোরা, ০১টি কাঠের বাটাম ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে ০১ ও ০২ নং আসামীদ্বয়ের দেয়া তথ্য মতে ০৩ ও ০৪ নং আসামীদ্বয়কে হালিশহর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রেক্ষিতে উক্ত ঘটনার প্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার মামলা নং- ০৪, তারিখ- ০৫/১০/২০২৩ ইং, ধারা- ৩৬৫/ ৩৮৫/ ৩২৩/ ৫০৬/ ৩৪ পেনাল কোড; ১৮৬০ রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল ১। মহিবুর রহমান সজীব প্রঃ নিশান (২৪), পিতা- আরিফুল ইসলাম প্রঃ শাহাব উদ্দিন, মাতা- জাহানারা বেগম প্রঃ আসমা, সাং- জাহাজমারা ইউপি, মেঘপাশা, হাজী বাশার মিয়ার বাড়ী, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী, বর্তমানে- মইন্যাপাড়া, আরমানের ভাড়াঘর, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম,
২। মোঃ রয়েল (২৪), পিতা- আবুল কাশেম, মাতা- বিফলা আক্তার, সাং- আদর্শগ্রাম, আব্বাসদের বাড়ী, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী, বর্তমানে- মনছুরাবাদ, গাট্টিশাহ মাজারের পিছনে ফারুক মিয়ার বিল্ডিংয়ের ২য় তলা ৮নং রুম, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম,
৩। মোঃ শরীফ (২৬), পিতা- মোঃ জিয়াউর রহমান, মাতা- মোছা: নাজমা, সাং- চরসেকান্দর রাস্তার মাথা মমতাজ বেপারীর বাড়ী, ৭নং আলেকজেন্ডার ইউপি, থানা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর, বর্তমানে- বড়পুল মইন্যাপাড়া, শুক্কুর মেম্বারের ভাড়াঘর, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম,
৪। মোঃ শাহাদাত (২২), পিতা- মোঃ খোকন ড্রাইভার, মাতা- মনোয়ারা বেগম, সাং- নবগ্রাম, খোকন ড্রাইভারের বাড়ী, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী, বর্তমানে- বড়পুল মইন্যাপাড়া, অপুর ভাড়াঘর, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম,

ডবলমুরিং থানা-প্রেস রিলিজ

সর্বশেষ