নিজস্ব প্রতিবেদক:: : চট্টগ্রাম মহানগরে চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পতেঙ্গার স্টিলমিল হাউজিং এলাকায় এ ঘটনায় আজ সোমবার অভিযুক্ত যুবক মো. জাফর ইকবাল জসিমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, পতেঙ্গা স্টিলমিল হাউজিং কলোনি এলাকায় চট্টগ্রাম বিজ্ঞান স্কুলের ২য় তলায় স্কুলের আবাসিকের বিশ্রাম কক্ষে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জাফর ইকবাল জসিম নোয়াখালীর চাটখিল থানার বনাসা বাজারের মৃত জাকারিয়ার ছেলে বলে তিনি জানান।
পুলিশ জানায়, আজ সোমবার ভোরে ঘটনাস্থলের একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৯ জানুয়ারি সকাল ১১টা ও বিভিন্ন সময়ে একজন ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত রোববার রাতে থানায় মামলা করেন।
মামলা দায়ের পর সোমবার ভোরে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে মো. জাফর ইকবাল জসিমকে গ্রেফতার করা হয়েছে।