spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

spot_img

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম মহানগরের কর্নেল হাটে সড়ক পার হতে গিয়ে গাড়ির চাপায় এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। তার নাম পরীজান বিবি (৬৫)। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আকবর শাহ থানাধীন কর্নেল হাট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীজান বিবি কর্নেলহাট এলাকার মকিম তালুকদার বাড়ীর ওয়াহিদ উল্লাহর স্ত্রী।

- Advertisement -

আকবর শাহ থানার উপ-পরিদর্শক আবদুল আউয়াল বলেন, গাড়িটি এখনও সনাক্ত করা যায়নি। পুলিশ গাড়িটি আটকে চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিকটিমের নাতি জায়েদ আহমেদ বলেন, তার দাদি রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে আসা শ্যামলী নামের একটি দ্রুত গতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গাড়ির নম্বর বা সনাক্ত করার কোনো তথ্য দিতে পারেননি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ